কালীগঞ্জে আব্দুল ওয়াদুদ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
রবিউল ইসলাম-
ঝিনাইদহের কালীগঞ্জে আব্দুল ওয়াদুদ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরিক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেরিট ক্যাডেট স্কুলের আয়োজনে বিদ্যালয়টিতে অনুষ্ঠিত পরিক্ষায় প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশ নেয়।
পরিক্ষার কেন্দ্র সচিব রোকসানা পারভীন রুপা জানান, কালীগঞ্জের বিভিন্ন স্কুলের ২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীরা মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলা, গনিত ও ইংরেজি বিষয়ের উপর পরিক্ষা নেওয়া হবে।
মেরিট ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জাকিরুল ইসলাম জানান, এ বছর থেকেই আব্দুল ওয়াদুদ চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি চালু করা হয়েছে। এ মেধা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে মোট ১২ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হবে। আগামী ১৮ জানুয়ারী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
No comments