ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 


মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার সকাল নয় টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঝিনাইদহ আলহেরা ইসলামি ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, পুরুষ, নারী ও শিশুদের বিভিন্ন সমস্যার ব্যবস্থাপত্র প্রদান ও ঔষধ বিতরণসহ নানা উপসর্গের প্রায় ৩ শতাধিক রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখা আমীর এ্যাডঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর, ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমীর, ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক আব্দুল আলীম,ঝিনাইদহ জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল প্রমূখ। 

সেবা নিতে আসা বাশার বিশ্বাস,আঃ রহমান,মমতাজ বেগমসহ একাধিক ব্যক্তি বলেন, আমরা আর্থিক অস্বচ্ছতার কারণে শহরের ভালো কোন ডাক্তারদের সেবা নিতে পারি না। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে এমন স্বাস্থ্য সেবায় আমরা অত্যন্ত খুশি। আলহামদুলিল্লাহ এখানে আমরা ডায়াবেটিসসহ নানা রোগে চিকিৎসা সেবা, ফ্রী ঔষুধ পেয়েছি।

ফ্রী মেডিকেল ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন NDF ন্যাশনাল ডক্টরস ফোরাম ঝিনাইদহ জেলা শাখা। পরিচালনায় ছিলেন- আরাফাত হোসেন।

No comments

Powered by Blogger.