ভারতের কিছু মিডিয়া সাম্প্রদায়িক উস্কানী দেওয়ার চেষ্টা করছে- কমরেড বজলুর রশীদ ফিরোজ

ঝিনাইদহ প্রতিনিধি- ইসকন ইস্যুতে ভারতের কিছু মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে বাংলাদেশেও সম্প্রদায়িক উস্কানী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা বাসদ আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ৩০ লাখ মানুষের জীবনদান, ২ লাখ মা-বোনের লাঞ্চনা, কোটি মানুষের দেশত্যাগ আর মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রেখে লড়াইয়ের মাধ্যমে পাকিস্তানি হানাদার আর এদেশীয় সাম্প্রদায়িক শক্তি ও তাদের দোসরদের পরাজিত করে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হলেও মানুষের মুক্তি আসেনি। তাই লড়াই শেষ হয়নি। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের আকাঙ্খা নিয়ে ৯০ সালে সামরিক শাসন বিরোধী গণঅভ্যুত্থান এবং ২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অপুরিত স্বপ্নকেই আবারো তুলে ধরেছে। এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে লাল পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান তিনি। কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা কি সংস্কার করবে? কতদিনে সংস্কার করবে তা নির্দিষ্ট করতে হবে। বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭ তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহবায়ক এডভোকেট আসাদুল ইসলাম আসাদ। প্রধান বক্তা ছিলেন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। এছাড়া বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শফিউর রহমান শফি, কমরেড প্রকৌশলী শম্পা বসু, কমরেড স্বপন বাগচী, ছাত্র নেতা শারমিন সুলতানা প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচনী ব্যবস্থার আমুল সংস্কারের দাবিসহ বেশকিছু দাবি তুলে ধরেন।

No comments

Powered by Blogger.