কালীগঞ্জে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার-
জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং নবগঠিত কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিত অনুষ্ঠিত হয়েছে। এসভায় নবগঠিত কৃষকদলের আহবায়ক মোকছুদুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জবেদ আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তফা হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক বশির উদ্দিন, রুহুল আমিন, কৃষক দলের উপজেলা কমিটির সাবেক সভাপতি প্রমুখ।প্রধান অতিথি বলেন কৃষকদল শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া দল।যা বিএনপির পরেই এর অবস্থান। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে এসংগঠন প্রতিষ্ঠা পায়।তারই ধারাবাহিকতায় কৃষক দলের আজ ৪৪ তম পতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। এসংগঠন আরো এগিয়ে যাবে, তিনি কৃষক দলের সাফল্য কামনা করেন এবং বর্তমানে কালীগঞ্জে কৃষকদলের সাংগঠনিক অবস্থা দেখে সন্তুষ্ট প্রকাশ করেন।
এর আগে সকাল থেকেই কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করেন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। সকাল থেকে চলে গরীব রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প।
এছাড়াও কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ।
বিকালে উপজেলার বারবাজার ইউনিয়ন কৃষকদলের এক কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির অফিসে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মোকছুদুল মোমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তফা হোসেন, সোলেমান হোসেন, বিপুল মালিতা, মমির হোসেন,পান্নি, ফারুক হোসেন, এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ। সেখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎপাদন উপলক্ষে আলোচনা করেন নেতৃবৃন্দ।
No comments