ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

 



স্টাফ রিপোর্টার -

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম- এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি রবিবার বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। 

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর বিএনপির সম্মানিত আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, আবু জাফর, জুমারত আলী, বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লা , পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, জাহিদ লস্কর, আলমগীর লস্কর, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, ফারুক হোসেন সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।




No comments

Powered by Blogger.