ঝিনাইদহের হাটগোপালপুরে নব-গঠিত ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা

 


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের নব-গঠিত দোকান মালিক সমিতি ও পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে হাটগোপালপুর বাজারে দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

নব-নির্বাচিত হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা দোকান মালিক সমিতির আহŸায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব মনিরুজ্জামান খান মিঠু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন হাটগোপালপুর পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মল্লিক  ও দোকান মালিক সমিতির ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান।

সেসময় বক্তারা, বৈষম্যহীণ নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের আরও সততার সাথে ব্যবসা করার আহŸান জানান। সেই সাথে বাজারের ব্যবসায়ীদের স্বার্থসুরক্ষায় কাজ করারও পরামর্শ দেন। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


No comments

Powered by Blogger.