ঝিনাইদহে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের নাচনা যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর উপজেলার ১৫নং কালীচরণপুর ইউনিয়নের নূরনগর নাচনা যুবসমাজের উদ্যোগে ২য় বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে বিশিষ্ট সমাজসেবক মনসের মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম। মাহফিলে তাফসীর পেশ করেন প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ক্বারী জুলফিক্কার আলী ও দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুল মুমিন (সাতক্ষীরা), দ্বীনি আলোচনা পেশ করেন। এড়াড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি নাসের হাসান সোহাগ ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ উদ্দিন। মাহফিল পরিচালনা করেন বয়ড়াতলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুন। উক্ত তাফসীরুল কুরআন শোনার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
No comments