নতুন নেতৃত্বের শপথ – সমাজকল্যাণে কাজ করবে কালীগঞ্জের যুব ও ক্রীড়া বিভাগ
বনি আমিন স্টাফ রিপোর্টার :
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের কালীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। বিকাল চারটায় কালীগঞ্জের ডিআইটি ভবনের এক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার শহর শাখার আমির অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা আমির আব্দুল হক মোল্লা।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে ডা. মোঃ আব্দুর হামিদ, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুর জলিল এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শফিকুল ইসলাম শিমুল দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুস সাকিব, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মামুন হোসেন, প্রচার সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম, মিডিয়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ জাফর উল্লাহ ফিরোজ এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ জিহাদ হোসেন নির্বাচিত হন।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান যুবসমাজকে মাদকাসক্তি, চাঁদাবাজি ও নানাবিধ অপরাধমূলক কার্যকলাপ থেকে ফিরিয়ে আনতে যুব বিভাগকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নৈরাজ্য প্রতিহত করতে সদা তৎপর থাকতে হবে। তারা আরও বলেন, নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিরা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতি শুভেচ্ছা ও আশাবাদ ব্যক্ত করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
No comments