Home
/
টপ নিউজ
/
অধ্যাপক গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবী জানালেন অধ্যাপক মতিয়ার রহমান
অধ্যাপক গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবী জানালেন অধ্যাপক মতিয়ার রহমান
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থাকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখার আয়োজনে বিকাল তিনটা ত্রিশ মিনিটের সময় স্থানীয় এম এ ওয়াদুদ স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর-মহেশপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে মাতৃভাষা ও শহিদ দিবসের মূল ইতিহাস বর্ণনা করে বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের সঠিক তথ্য গোপন করেছে বিগত স্বৈরশাসকেরা। ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী করার কারণে বাদ দেন আন্দোলনে প্রথম সারিতে থাকা জি এস অধ্যাপক গোলাম আজমকে। বড়ই দুঃখজনক। ভাষা আন্দোলনের ইতিহাস সংস্কার করে অধ্যাপক গোলাম আজমকে মূল ইতিহাসে অন্তর্ভুক্ত, সম্মাননা ও স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা শাখার সম্মানিত আমীর জনাব মাওলানা তাজুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, সেক্রেটারি জনাব মাষ্টার মোঃ সাহাবুদ্দিন খান, সাবেক আমির মাষ্টার আজিজুর রহমান, যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুর রহমান খান টিটো প্রমুখসহ স্থানীয় নেতা কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর শাখার আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ও সঞ্চালনায় ছিলেন, পৌর শাখার সেক্রেটারি জনাব মাহফুজুল হক মিন্টু।
No comments