কালীগন্জে দিনে দুপুরে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট।

 


তাসনিম মুহসিন, স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া নামক গ্রামে দিন-দুপুরে বাড়ির তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।
জানা যায়,  সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।  
প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, রাস্তার পাশের এই বাড়িতে আমি, আমার মেয়ে ও শাশুড়িকে নিয়ে বসবাস করি।
আজ সোমবার সকালে ঘরে তালা লাগিয়ে পুরানো বাড়িতে গিয়েছিলাম কিছুক্ষনের জন্য। সেখান থেকে ফিরে এসে দেখি ঘরের তিনটি তালা ভেঙা। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তিনি আরও জানান, চক্রের সদস্যরা ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর চক্রের  ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

No comments

Powered by Blogger.