কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিক্স-এ সাইড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত।
কালিগঞ্জ পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিক্স-এ সাইড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড কমিশনার পৌর বিএনপি নেতা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নূর কলেজের অধ্যক্ষ জনাব রাশেদ সাত্তার তরু, সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, মাই ভিশন ইলেকট্রনিকস পার্ক এর স্বত্বাধিকারী জনাব সাজ্জাদ হোসেন, এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী চন্দন সাহা, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব জামির হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল, অজিত ভট্টাচার্য্য, কার্তিক চন্দ্র রায়, কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, সাবেক ছাত্রনেতা আশরাফুজ্জামান লাল, আলিম হোসেন, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান রনি সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত খেলা শেষে প্রধান অতিথি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
No comments