কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত
বাবুল আক্তার-
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় দাউদ হোসেন নামের এক সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের কোঁটচাদপুর-জীবননগর মহাসড়কে তালেশ্বার বাজারে ইট ভাটার সামনে এই দূর্ঘটনা ঘটে। দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার রেঙ্গেরপোতা গ্রামের মৃত ইব্রাহীম মালিতার ছেলে ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, দাউদ হোসেন দুপুর ২টার সময় মোটরসাইকেল যোগে কালীগঞ্জ বাজার থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথমধ্যে কোঁটচাদপুর-জীবননগর মহাসড়কে তালেশ্বার বাজারে ইট ভাটার সামনে পৌঁছালে সামনে দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্বক আহত হন শিক্ষক দাউদ হোসেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোঁটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর বিকাল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
No comments