একজন দেশপ্রেমিকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত?
নাযমুস সাদাত:
সে দেশের মানুষকে ভালবাসবে, দেশের কল্যাণে কাজ করবে, নিজে কোন ধরনের দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপ করবে না উপরন্তু কোন অন্যায় হতে দেখলে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ জানাবে। ট্রাফিক আইন মেনে চলবে, দেশকে পরিচ্ছন্ন রাখবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে, রাষ্ট্রীয় সম্পদের অপচয় করবে না, নিজে মাদকাসক্ত হবে না, অন্যের হক নষ্ট করবে না। মানুষ তাদেরকে ভয় পাবে না বরং তাদেরকে অন্তর থেকে ভালোবাসবে ইত্যাদি ইত্যাদি।
এএকজন দেশপ্রেমিকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত?খন এসব গুণাবলী ছাত্র সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোর জনশক্তিদের মধ্যে বেশি রয়েছে কাদের?
১. ছাত্রদল ২. ছাত্রশিবির ৩. ছাত্রলীগ ৪. ছাত্র ইউনিয়নসহ বাম ছাত্র সংগঠন
আপনি নিশ্চয়ই বলবেন ছাত্রশিবির যদি সত্যবাদী হোন। তাহলে কারা বেশি দেশপ্রেমিক?
নিশ্চয়ই শিবির।
ছাত্রশিবিরের কাছে ছাত্ররা নিরাপদ থাকলে, দেশবাসী নিরাপদ থাকলে, সাবেক ছাত্র শিবিররা যে দলই করবে সেটা মানুষের জন্য, দেশের জন্য সবচেয়ে নিরাপদ এবং কল্যাণকর হবে ইনশাআল্লাহ।
খোলস থেকে বের হয়ে এখন জাতির কান্ডারী হবে সাবেক ছাত্র শিবিরের নেতা- কর্মীরা ইনশাআল্লাহ, তা জামায়াত হোক আর নতুন কোন দলই হোক।
No comments