রমজানে নিত্যপণ্যের মুল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ

 


ঝিনাইদহ প্রতিনিধি-

অতিমুনাফা, কৃত্রিম সংকট তৈরী না করাসহ নিত্যপণ্যের মুল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

সকালে শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, তহ বাজার, আরাপপুর, হামদহসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এছাড়াও মুল্যতালিকা প্রদর্শণ, অতিরিক্ত মুনাফা না করতেও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তারা। এ নির্দেশনা না মেনে অপরাধ করলে ভ্রাম্যমাণ আদালত কোন আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন তার দায়ভার নেবে বলেও হুশিয়ারি দেন তারা। কর্মসূচীতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


No comments

Powered by Blogger.