কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিশাল স্বাগত র্যালি অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানা আমির আব্দুল হক মোল্লার নেতৃত্বে আয়োজিত এই র্যালিটি বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের নিমতলা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এসে শেষ হয়।
র্যালিতে প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন, যা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই র্যালিকে একটি ঐতিহাসিক মিলনমেলায় পরিণত করে।
একজন অংশগ্রহণকারী তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, "গত ১৭ বছর ধরে মাহে রমজানের স্বাগত জানিয়ে আমরা কোনো র্যালি করতে পারিনি। পবিত্র মাহে রমজান যেমন আমাদের কাছে আনন্দের, ঠিক তেমনই রমজানের পূর্ব মুহূর্তের প্রস্তুতি ও স্বাগত র্যালিটাও আমাদের কাছে সমান আনন্দের। দীর্ঘদিন আমরা এই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম, তাই আজ আমরা বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি।"
র্যালিতে বক্তারা মাহে রমজানের পবিত্রতা, সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা সকল মুসলমানকে এই মাসের মর্যাদা রক্ষা করে যথাযথভাবে রোজা ও ইবাদত পালনের আহ্বান জানান।
No comments