ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা

  


ঝিনাইদহ প্রতিনিধি-

জাতীয় নাগরিক কমিটি ঝিনাইদহ জেলার শাখার বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের নতুন হাটখোলা এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে  এ সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নাগরিক কমিটির প্রধান সংগঠক নাসির আল সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজা। আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নাগরিক কমিটির নেতা তারেক বাবু, আরেফিন কায়সার, আলাউদ্দিন জোয়ারদার, শাম্মী পারভিন, হাবিবুর রহমান, মুজাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন।

এছাড়াও কোটচাঁদপুর উপজেলার মামুন, মোকলেসুর, হাবিবুর, মহেশপুর উপজেলার আবুল কালাম আজাদ,হরিণাকুন্ডু উপজেলার আলমগীরসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নাগরিক অধিকার ও সামগ্রিক উন্নয়ন নিয়ে মতামত প্রদান করেন এবং জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 






No comments

Powered by Blogger.