কোটচাঁদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শিবিরের ইফতার মাহফিল ও আলোচনা সভা
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে-
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ইসলামি ছাত্র শিবিরের কলেজ শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি উবাইদুর রহমান।
কলেজ সভাপতি কাজি জুয়াবে আহম্মেরদের, সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামাত পৌর আমির,মুহাদ্দিস আব্দুল কাইয়ুক, মহেশপুর শিবিরের থানা সভাপতি আবু হানিফ, কলেজ সেক্রেটারি হাবিবুর রহমান।
শিবিরের পৌর শাখার এইউ আর ডি সম্পাদক ফয়সাল আহম্মেদের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, কাজি হামিদুর রহমান, পৌর শিবির সভাপতি হোসেল আহম্মেদ,মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজেরর সভাপতি হুসাইন আহম্মেদ। এছাড়ও আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বে থাকা থানা পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মিরা।
No comments