কোটচাঁদপুরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগে সংস্কার ও গণহত্যার বিচার পরে নির্বাচন- অধ্যাপক মতিয়ার রহমান
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে:
ঝিনাইদহে কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিগনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩শে মার্চ) বিকাল পাঁচটার সময় আস্থা কনভেনশন হলরুমে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান এর উপস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
"সবার আগে দেশ সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে এবং তারপরে নির্বাচন দিতে হবে " প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি আরও বলেন পবিত্র কুরআন মানব জাতির পথপ্রদর্শক। এই রমজান মাস কোরান নাজিলের মাস। কোরানের বিধান ছাড়া মানব জাতির কল্যাণ সম্ভব না। তাই কোরানকে ব্যক্তি, সমাজ, রাস্ট্রীয়ভাবে কায়েম করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক শরিফুল ইসলাম, মাস্টার মশিউর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার রেজাউল হোসেন, শরিফুর রহমান টিটো, নবীরুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী প্রমুখ।
No comments