ঠিকাদারকে মারধর কৃষকদল নেতার পদ স্থগিত
স্টাফ রিপোর্টার -
টেন্ডারে অংশ নেয়ায় এক যুবককে মারধরের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তার পদ স্থগিত করা হয়েছে বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছ।
শনিবার ( ১২ এপ্রিল) ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক মো. ওসমান আলী বিশ্বাস এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদসহ তার সকল পদ স্থগিত করা হয়েছে। এছাড়াও জালাল উদ্দিনের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীদের সকল সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য গত ৯ এপ্রিল কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করেন কৃষকদলের নেতা জালাল উদ্দিন। ওই ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা কৃষক দল জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
No comments