গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে বর্ণাঢ্য বর্ষবরণ

 



রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১ বৈশাখ) সকাল ৮টায় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 

জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উৎসবে অংশ নেয়। বেলা বাড়ার সাথে সাথে জেলা শহরে বাহারি শোভাযাত্রা নিয়ে আসতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ। নববর্ষ বরণে বাদ্য-বাজনা ও গ্রামীণ সংস্কৃতির নানা প্রতীকী উপকরণ নিয়ে উৎসবে মেতে ওঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন জেলা প্রশাসক আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী প্রমুখ।

এ ছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পুরাতন জেলা প্রশাসন আদালত চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

এদিকে পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা, লাঠিখেলা, দাড়িয়াবান্ধা, ঝাঁপান খেলা (সাপ খেলা) সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ বরণ করছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আইনজীবী এমএ মজিদ বেলা সাড়ে ১০টায় লাঠি খেলার উদ্বোধন করেন। শহরের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ লাঠিখেলা প্রদর্শিত হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ প্রতীকী জেলে, কামার-কুমোর, বাউল-গায়েন রুপে শোভাযাত্রায় অংশ নেন। ঢাক, ঢোল, কাঁসর, সানাইয়ের সুরে উৎসবের নগরীতে পরিণত হয় ঝিনাইদহ শহর।

No comments

Powered by Blogger.