কালীগঞ্জে অধ্যক্ষকে ছাত্রশিবিরের অভ্যর্থনা, পাশাপাশি ফিলিস্তিন সংহতি কর্মসূচি

 



বনি আমিন, স্টাফ রিপোর্টার :

গতকাল ১৩ এপ্রিল রোববার, সরকারি মাহ্তাব উদ্দিন কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ জনাব চিন্ময় বাড়ৈ কলেজে যোগদান করেন। এ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কলেজ শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা। এ সময় কলেজের সকল শিক্ষককে ছাত্রশিবিরের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। একই দিনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখার উদ্যোগে “সলিডারিটি উইথ প্যালেস্টাইন” শীর্ষক কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় কলেজের বিভিন্ন ভবনে উত্তোলন করা হয় ফিলিস্তিনের জাতীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আরিফ হোসেন, মাজেদুল ইসলাম, মো. হুসাইন আহমেদ, মো. তালহা জুবায়ের, আবুল হাসনাত মুর্তজা, হাফেজ সোহাগ মাহমুদ, ইব্রাহিম হোসেন এবং আবুজর গিফারী প্রমুখ। ছাত্রশিবির নেতৃবৃন্দ কলেজে একটি শিক্ষাবান্ধব, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক পরিবেশ গঠনের লক্ষ্যে অধ্যক্ষের কাছে কিছু দাবিও উপস্থাপন করেন।

No comments

Powered by Blogger.