কালীগঞ্জে বৈদ্যুতিক শটে গৃহবধূ গুরুতর আহত
রিয়াজুল ইসলাম কালীগঞ্জ:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে বৈদ্যুতিক শকে আহত হয়েছেন এক গৃহবধূ। আহত অবস্থায় তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১১টার দিকে ধান ঝাড়ার মেশিনে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারের খোলা অংশে হাত লেগে সাজেদা বেগম (৫১) গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি উদ্ধারকারী দল এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত সাজেদা বেগম তিল্লা গ্রামের বাসিন্দা এবং গোলাম রহমান (৫৫)-এর স্ত্রী। আহত অবস্থায় তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ লাইনের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তারা দাবি করছেন, অবহেলাজনিত এই বিদ্যুৎ সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা আরও জানান, ধান ঝাড়ার সময় ব্যবহার করা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সঠিক সুরক্ষা না থাকায় এমন দুর্ঘটনা আগেও ঘটেছে। এবারের ঘটনাটি নতুন করে নিরাপত্তা ব্যবস্থার অভাবকে সামনে এনেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলে এলাকাবাসীর অভিমত। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

No comments