কোটচাঁদপুরে নিরাপদ ড্রাগন ফল উৎপাদনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিতঃ

 


মোঃ জাহাঙ্গীর আলম -কোটচাঁদপুর থেকে-

 ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় ড্রাগন চাষী ও আড়ৎ মালিকদের নিয়ে নিরাপদ ড্রাগন ফল উৎপাদনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেলে বৃহত্তর আম বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র এসকেএম সালাহ উদ্দিন বুলবুল সিডল, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিসার নিশাত মেহের,  জেলা নিরাপদ খাদ্য অফিসার সাধন সরকার, আম বাজার সমরায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাফর শান্তিসহ এলাকার ড্রাগন চাষী ও আড়ৎ মালিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কৃষক সংগঠন ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কোটচাঁদপুর উপজেলা কমিটির সভাপতি হারুন অর রশিদ মুছা। এ সময় চাষী, ব্যবসায়ী, সুধীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ড্রাগন অত্যান্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি ফল, যায় ব্যাপক চাহিদা আছে দেশে ও বিদেশে, ড্রাগন ফল চাষ করে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু অসাধু চাষীদের অতি লোভে মাত্রা অতিরিক্ত হরমন প্রয়োগে ক্রেতাগন আজ ড্রাগন ফল দেখলে ভয় পায়। যার ফলে কৃষকগন ক্ষতির সম্মুখিন হচ্ছেন, এছাড়াও বিদেশে রপ্তানির উপর প্রভাব পড়ছে। কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জানান সম্ভাবনাময় এ চাষকে ধরে রাখতে আমরা প্রথমে সভা সমাবেশ ও মাইকিং করে নিরাপদ ড্রাগন ফল উৎপাদনের চেষ্টা করছি এর পর অসাধু ড্রাগন চাষীদের উপর আইনের প্রয়োগ করে নিরাপদ ড্রাগন ফল উৎপাদন নিশ্চিত করা হবে। প্রধান বক্তাসহ সবাই হরমন মুক্ত নিরাপদ ড্রাগন ফল উৎপাদনের উপর জোর দেন। কোটচাঁদপুর আম বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর শান্তি অভিযোগ করে বলেন গত বছর স্যারদের কথা মত আমরা কোটচাঁদপুর বাজারে হরমন যুক্ত ড্রাগন ফল বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা দিয়ে বিপদে পড়েছি , আমাদের উপর চাষীরা ক্ষিপ্ত হয়ে কোটচাঁদপুর বাজার বাদ দিয়ে তারা পাশের মহেশপুর গোপিনাথপুর বাজারে হরমনযুক্ত ড্রাগন অবাধ্যে বিক্রি করেন, যার ফলে আমাদের আড়ৎদারগন ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়। এবার যেন তা না হয় সে বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামরা করেন। উল্লেখ্য যে, কোটচাদপুর উপজেলায় ৪ শত ৫২ হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ হয়। যা দিন দিন বৃদ্ধি পচ্ছে। অতি মুনাফার লোভে ড্রাগন ফলে হরমন প্রয়োগ করা হচ্ছে যা নিয়ে ক্রেতাগনের মধ্যে নৈতিবাচক প্রভাব পড়ছে ও চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।


No comments

Powered by Blogger.