কালীগঞ্জে মেধা মূল্যায়ন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর ক্লাস্টারের শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার নলভাঙ্গার মর্জাত বাওড়ের পাশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা মূল্যায়ন প্রতিযোগিতার উদ্ভাবক অত্র ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনজুরুল আলম। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া লেখার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে বারবাজার ও কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল এই মূল্যায়ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি বেলাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পুরস্কারের অর্থায়নে সহযোগীতা করেন স্থানীয় সামাজিক সংগঠন এরাদ আলী ফাউন্ডেশন।
No comments