কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
আগামী ৩০ মে স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ ভাবে পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সহিদুল ইসলাম সাইদুল, যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, অহেদ লস্কার, জবেদ আলী, মোশারফ কমিশনার উপজলা কৃষকদলের সদস্য সচীব রবিউল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্র দলের আহবায়ক মারুফ বিল্লাহ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাতে, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়।

No comments