কোটচাঁদপুর পৌর কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জামায়াত
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থাকে-
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল ৫ টা ৩০ মিনিটের সময় পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে এ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
কবরস্থান পবিত্র জায়গা, যেখানে মৃত দেহ সমাধীস্থ করা হয়। পৌর কবরস্থান দীর্ঘ দিন অপরিষ্কার আগাছায় জঙ্গলে পরিণত হয়ে ছিল। এ অবস্থা দেখে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পবিত্র রক্ষা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন।
এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, যুব বিভাগের সম্পাদক ও পৌর গণমানুষের নেতা শরিফুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মেইন স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা খালিদ হাসান বিন শহীদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
No comments