অসহায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিজেই রক্তাক্ত তালহা জুবায়ের: ফোন ছিনতাই
কালীগঞ্জ প্রতিনিধি:
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলো কলেজছাত্র মোঃ তালহা জোবায়ের (১৮)। কিন্তু সেই ন্যায়ের পক্ষ নেওয়াই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। সড়কে এক অসহায় বৃদ্ধ চালককে বাঁচাতে গিয়ে নিজেই নির্মমভাবে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে আজ ১১ মে সকালে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ সংলগ্ন কলা হাটার মোড়ে। অভিযোগ অনুযায়ী, তালহা পথচারী হিসেবে দেখতে পান স্থানীয় চাঁদাবাজ চক্র এক বৃদ্ধ চালককে বেধড়ক মারছে। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি প্রতিবাদ করেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত মোঃ হাসান, সায়েম, পারভেজসহ আরও কয়েকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করা হয়। শরীরজুড়ে পড়ে আঘাতের চিহ্ন, লাঞ্ছনার যন্ত্রণা আর অসহায়ত্ব। হামলাকারীরা তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় যাতে ভিডিওটি যেন আর কেউ না দেখে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তালহার পরিবার জানায়, “আমাদের ছেলে শুধু একজন নির্যাতিত মানুষকে রক্ষা করতে চেয়েছিল, আজ সে নিজেই নির্যাতনের শিকার। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এদিকে ঘটনার পরপরই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলা শাখা এক প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। নেতারা দ্রুত বিচার এবং চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
No comments