কোটচাঁদপুরে ভ্যান দূর্ঘনায় শিশু নিহত।
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশন দরগা পাড়ায় সুজন নামে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃতু হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় নিহত সুজন একই এলাকার শামিমের ছেলে।
রবিবার সকাল অনুমান ১০ টার দিকে ভ্রামমান সবজির ভ্যানে এ দূর্ঘনা ঘটে। সেলিম নামে ভ্রামমান সবজি বিক্রেতা নিজ ভ্যানে করে সবজি বিক্রয়ের জন্য সকালে কোটচাঁদপুর রেলষ্টেশন দরগা পাড়ায় শামিমের বাড়ির পাশে ছিল, সবজি বিক্রেতা সেলিম অন্য ক্রেতার সাথে কথা বলার সময় শিশু সুজন মটর চালিত ভ্যানে উঠে বসে এবং চাবি চেপে ভ্যান চালু করে দেয় যার ফলে ভ্যান দ্রত ছুটে গিয়ে সামনে থাকা বিদ্যুতের পিলারে আঘাত করে এবং শিশু সুজন মারাত্মকভাবে আহত হয়। তাকে উর্দ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। এ ঘটনা দেখে ভ্যান চালক নিজেই স্টক করেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভ্যান চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত সুজনের বাবা শামিম হোসেন বলেন আমার ৩ ছেলের মধ্যে সুজন সবার ছোট, বয়স ৪ বছর হবে, ভ্যান চালকের কোন দোষ নেই আমার ছেলেই হঠ্যাৎ করে এমনটি করেছে। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসারের সাথে কথা বললে তিনি জানান থানা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত নয় সরেজমিনে পুলিশ যাচ্ছে বিস্তারিত পরে জানানো হবে। কথা বলা হয় শিশু সুজনের মৃত্যর ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।

No comments