প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

ডেক্স রিপোর্ট:

দেশের খ্যাতনামা আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক শীর্ষস্থানীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। আজ বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন সহকর্মী অ্যাডভোকেট শিশির মনির। ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ব্যারিস্টার রাজ্জাক ২০২৩ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এবং সুপ্রিম কোর্টে পুনরায় আইন পেশায় সক্রিয় হন। তিনি ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের পক্ষে আইনি লড়াইয়ের প্রধান মুখ। ২০১৩ সালে যুক্তরাজ্যে যান, ২০১৯ সালে জামায়াত ত্যাগ করেন এবং পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। তার প্রতিষ্ঠিত ‘দ্য ল’ কাউন্সেল’ প্রতিষ্ঠানটি আইন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দুই পুত্র ও এক কন্যার জনক; পুত্রদ্বয়ও সুপ্রিম কোর্টে আইনজীবী। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট বার থেকে সংবর্ধনা পান। তার মৃত্যুতে বিচার অঙ্গন হারাল একজন আদর্শিক ও নীতিনিষ্ঠ অভিভাবক।

No comments

Powered by Blogger.