Home
/
টপ নিউজ
/
কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও বোর্ড টিম, ছাত্র সংগঠনের ব্যতিক্রমধর্মী হেল্প ডেস্ক সেবা
কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে প্রশাসন ও বোর্ড টিম, ছাত্র সংগঠনের ব্যতিক্রমধর্মী হেল্প ডেস্ক সেবা
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
সারা দেশের মতো ঝিনাইদহের কালীগঞ্জেও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ এবং আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ—এই দুইটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় পরীক্ষার প্রথমদিনের কার্যক্রম।
এবারের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১৪৮৯ জন পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে আরও ৪৩৭ জন শিক্ষার্থী। সম্পূর্ণ নিরিবিলি, ছিমছাম পরিবেশে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোর্ডের ভিজিলেন্স টিম সার্বক্ষণিক উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে যশোর বোর্ডের অধীনে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ দারাইন, এবং কারিগরি বোর্ডের অধীনে দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক আব্দুল লতিফ।
উল্লেখ্য, কলেজটির অধ্যক্ষ অধ্যাপক চিন্ময় বাড়ে সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালনা করছেন। তিনি বলেন, “আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এখন পর্যন্ত সবকিছু সুষ্ঠু ও নিয়মিতভাবে চলছে।”
অন্যদিকে, আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক মসিউর রহমান।
এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য চালু করেছে হেল্প ডেস্ক। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বসার স্থান ও বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে নজর কেড়েছে তাদের এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ।
No comments