নবচিত্র পত্রিকার ঈদ পুনর্মিলনী ও সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার ঈদ পুনর্মিলনী ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
দিনের শুরুতে নবচিত্র পত্রিকার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে শেষ হয়। এরপর কালীগঞ্জ মোটর মালিক সমিতির তৃতীয় তলায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নবচিত্র কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগমন ঘটে। সকাল ৯টার মধ্যেই পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা পেশার মানুষের পদচারণায়।
অনুষ্ঠানের শুরুতে নবচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সম্পাদক আলাউদ্দীন আজাদ, মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপন, উপদেষ্টা আলহাজ্ব ইসহাক আলী, অধ্যক্ষ নজরুল ইসলাম, পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম প্রমুখ।
সাংবাদিকদের পেশাগত শিষ্টাচার ও করণীয় বিষয়ে আলোচনা করেন জেলা তথ্য কর্মকর্তা। মুখ্য আলোচক হিসেবে ‘সংবাদপত্রের একাল-সেকাল’ বিষয়ক আলোচনায় অংশ নেন সম্পাদক আলাউদ্দীন আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার মফস্বল সম্পাদক তারেক মাহমুদ।
দুপুরে অনুষ্ঠানে যোগ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, বৈশাখী টিভি ও ইত্তেফাকের প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, কালের কণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাবিব ওসমানসহ গণমাধ্যমকর্মীরা।
এ সময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম। কর্মরত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন ইউএনও মো. দেদারুল ইসলাম।
বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজল জানান, নবচিত্র পত্রিকা ৩৩ বছর আগে যাত্রা শুরু করে। প্রথমে এটি লেটার প্রেসে ছাপা হলেও এখন ডিজিটাল পদ্ধতিতে ছাপা হয় এবং জেলার বাইরে পর্যন্ত ছড়িয়ে গেছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাছ থেকে মানুষ সঠিক ও নিরপেক্ষ তথ্য প্রত্যাশা করে। দল-মতের ঊর্ধ্বে থেকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নবচিত্র পত্রিকা এই জনপদের মানুষের আস্থা অর্জন করবে বলেই প্রত্যাশা করি।
No comments