ঝিনাইদহে গ্রাম আদালতে ১৬ মাসে ২,০৪০ মামলা নিষ্পত্তি সফলতা ৬৩ শতাংশ, নারী উপকারভোগী ৫৭৭ জন

 


রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -

দ্রুত ও সহজ বিচার প্রাপ্তির ফলে ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ের গ্রাম আদালতের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। গত ১৬ মাসে জেলার গ্রাম আদালতগুলোতে মোট ২,০৪০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৩.৫৭ শতাংশ মামলার। এ সময় ৫৭৭ জন নারী সরাসরি গ্রাম আদালতের সুফল পেয়েছেন।
এছাড়া ভিকটিমদের কাছ থেকে এক কোটি ৭০ লাখ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
এই তথ্য উঠে এসেছে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা” বিষয়ক কর্মশালায়।
এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সহকারী পরিচালক (স্থানীয় সরকার) হাবিবুর রহমান ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল, সম্পাদক আমিনুল ইসলাম লিটন 
টেলিভিশন সাংবাদিক রাজিব হাসান,জেলা গ্রাম আদালত ব্যবস্থাপক রহিদুল ইসলামএছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় গুরুত্বপূর্ণ তথ্য:
মামলা বাস্তবায়নের হার: ৯২.৯২%

উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা: ১৬২টি

জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন,
“গ্রাম আদালত একটি সরকারি সেবা। এটি সরকারের ন্যায়বিচার প্রতিষ্ঠার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম হাতিয়ার।”

তিনি আরও বলেন,“চেয়ারম্যানের প্রতি আস্থা না থাকলে ইউনিয়ন পরিষদের সদস্যরাও এই আদালতের বিচারক হতে পারেন। মানুষ কোনো খরচ ছাড়াই এখান থেকে ন্যায়বিচার পাচ্ছে।”
কর্মশালায় বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা প্রয়োজন।

No comments

Powered by Blogger.