কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে-

ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার স্থানীয় কলেজ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ইঞ্জিনিয়ার অফিস, সাব- রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস সহ সকল সরকারি অফিসের দুর্নীতি, অনিয়ম দিন দিন বেড়েই চলেছে। যা উপজেলা প্রশাসনকে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেননি। এরই প্রতিবাদে কলেজ বাসস্ট্যান্ডে ১২.২০ মিনিটের সময় শুরু হয় মানববন্ধন। যা চলে ঘন্টাব্যাপী।  বক্তব্য রাখেন,  বৈষম্য বিরোধী আন্দোলনের জেলার যুগ্ন সাধারণ সম্পাদক অভিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সদস্য সচিব ফায়েজ আহম্মেদ অনিক, মহেশপুর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক হামিদুর রহমান রানা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির শতাধিক নেতা কর্মী। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন। তুলে ধরেন  ইঞ্জিনিয়ার অফিস , সাব- রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস সহ উপজেলার সকল সরকারি অফিসের দুর্নীতি অনিমের কথাও। বক্তারা অতিদ্রুত উপজেলার সকল অফিসের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিদের নিকট। আর যদি ব্যবস্থা না নেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ নাগরিক সমাজের সাথে সমন্বয় করে প্রশাসনের প্রতিটি সেক্টরে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে দাড়াবেন। এরপরও কোন ফল না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের সঙ্গে কথা বলতে মোবাইলে যোগাযোগ করা হয়। তবে কল রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

No comments

Powered by Blogger.