কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

 



মো জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে-

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মিনারুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে সাফদারপুর বাজারে নিজ ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয় । মিনারুল একই উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছোট ছেলে।
স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো কাজ করতে দোকান যায় মিনারুল। হঠাৎ শুনতে পায় সে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক খায়।
বড় ভাই হামিদুল বলেন, আমার ছোট ভাই তার নিজস্ব দোকানে কাজ করছিল। আজকে সকাল ১০টার সময় আমি শুনতে পায় আমার ভাই বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়েছে। আমি সংবাদ শুনে এসে দেখি ভাই মারা গিয়েছে। আমার ভাইয়ের ৪ বছরের একটা ছেলে সন্তান রয়েছে এই বলে বাকরূদ্ধ হয়ে হয়ে যায় তিনি।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, সকাল ৯টা ২৫ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।



No comments

Powered by Blogger.