কালীগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়। ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচিতে দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়।সেসময় কালীগঞ্জ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক ফুরকান আলী, ফারুক হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা
প্রদান ও ১১ তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা সহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন তারা।
No comments