ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

 


ঝিনাইদহ প্রতিনিধি-

'দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে' এ শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামানসহ খামারীরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ার ওপর গুরুত্ব দেন তারা। পাশাপাশি খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত ও দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহŸান জানান।




No comments

Powered by Blogger.