শহীদ নুর আলী কলেজে এইচ এসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার-
শহীদ নুর আলী কলেজে ২০২৫ সালের এইচ এসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ চত্বরে এক অনাড়ম্বর ও ভাবগম্ভীর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নুর আলী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই পরীক্ষাই জীবনের শেষ নয় বরং একটি নতুন পথচলার শুরু। আত্মবিশ্বাস ও নিয়মিত চর্চার মাধ্যমে তোমরা ভালো ফল অর্জন করতে পারবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ রাশেদ ছাত্তার তরু। তিনি শিক্ষার্থীদের সততা, নিয়মিত পড়াশোনা ও সময় ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী এনএসএম শওকত আলী বাচ্চু মিয়া। তিনি বলেন, “প্রতিষ্ঠান হিসেবে শহীদ নুর আলী কলেজ সবসময় মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তোমরাই এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা হয় এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম। তিনি পরীক্ষার্থীদের মেধা, মনোযোগ ও উত্তম ফলাফলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।
No comments