ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদুল আযহার হাদিয়া প্রদান
বনি আমিন, কালীগঞ্জ:
গোহাটা জামে মসজিদের দ্বিতীয় তলায় আস্ সুফ্ফাহ্ জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ৩০ জন ইমাম ও মুয়াজ্জিনকে হাদিয়া প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আতিকুর রহমান ও প্রচার সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তারা ঈদুল আযহার আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানান। সংস্থা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন বক্তারা। অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। গোহাটা এলাকার মুসলিম সম্প্রদায় এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি যেন অব্যাহত থাকে, সে প্রত্যাশা ব্যক্ত করে।
No comments