কালীগঞ্জে ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ শিশু নাঈমের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের মাসলিয়া গ্রামের মাঝের পাড়ার শিশু নাঈম হোসেন (৯) নিখোঁজের তিন দিন পর উদ্ধার হলো তার নিথর দেহ। হাসিলপুর ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার পর আজ (মঙ্গলবার) সকালে নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
নাঈম হোসেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. মহিদুল হোসেন পেশায় একজন দিনমজুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেলে খেলতে খেলতে হাসিলপুর ব্রিজের কাছে যায় নাঈম। হঠাৎ করেই সে পানিতে লাফ দেয়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। আজ সকালে নদীতে লাশ ভেসে উঠলে গ্রামবাসী তা উদ্ধার করে।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নাঈমের সহপাঠীরা, শিক্ষক, প্রতিবেশীসহ পুরো গ্রামে চলছে শোকের মাতম।
এ ঘটনায় এলাকায় গভীর শোক ও মর্মবেদনা ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এমন উন্মুক্ত ঝুঁকিপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বারবার।

No comments