কালীগঞ্জে ৪০ বছরের গৃহবধূ পালালেন ১৭ বছরের কিশোরের সঙ্গে! ‎

 



রবিউল ইসলাম ,‎ স্টাফ রিপোর্টার -
‎ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অভাবনীয় ঘটনা। তাসলিমা খাতুন (৪০) নামে তিন সন্তানের জননী ও ২৩ বছরের সংসার জীবনের গৃহবধূ, হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, তিনি পালিয়ে গেছেন একই গ্রামের ১৭ বছর বয়সী কিশোর মেহেদী হাসানের সঙ্গে।
‎ঘটনাটি ঘটে গত ১১ জুলাই। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাসলিমা ও মেহেদীর মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয় বলে অভিযোগ।
‎তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রি জানান, ঘটনার আগের রাতেই তিনি স্ত্রীকে একাধিকবার ঘরের পাশে কিশোর মেহেদীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। এরপর ১২ জুলাই ভোরে তারা উভয়েই বাড়ি থেকে নিখোঁজ হন।
‎আইন অনুযায়ী, কিশোর মেহেদীর বয়স মাত্র ১৭ হওয়ায় তিনি এখনো নাবালক। ফলে তার সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর শারীরিক বা মানসিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশে প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু যৌন নির্যাতন দমন আইনে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
‎এ ঘটনার পর থেকে সমাজে নিন্দার ঝড় বইছে। তাসলিমার তিন সন্তান মায়ের শূন্যতায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
‎স্থানীয় এক প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন,
‎এটা শুধু একটা ব্যক্তিগত ভুল নয়, পুরো সমাজের জন্য একটা লজ্জাজনক ঘটনা। এমন কাণ্ড আগে কোনোদিন দেখি নাই।”
‎ঘটনা তদন্ত ও আইনি পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।

No comments

Powered by Blogger.