কালীগঞ্জে ৪০ বছরের গৃহবধূ পালালেন ১৭ বছরের কিশোরের সঙ্গে!
রবিউল ইসলাম , স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অভাবনীয় ঘটনা। তাসলিমা খাতুন (৪০) নামে তিন সন্তানের জননী ও ২৩ বছরের সংসার জীবনের গৃহবধূ, হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, তিনি পালিয়ে গেছেন একই গ্রামের ১৭ বছর বয়সী কিশোর মেহেদী হাসানের সঙ্গে।
ঘটনাটি ঘটে গত ১১ জুলাই। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাসলিমা ও মেহেদীর মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয় বলে অভিযোগ।
তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রি জানান, ঘটনার আগের রাতেই তিনি স্ত্রীকে একাধিকবার ঘরের পাশে কিশোর মেহেদীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। এরপর ১২ জুলাই ভোরে তারা উভয়েই বাড়ি থেকে নিখোঁজ হন।
আইন অনুযায়ী, কিশোর মেহেদীর বয়স মাত্র ১৭ হওয়ায় তিনি এখনো নাবালক। ফলে তার সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর শারীরিক বা মানসিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশে প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু যৌন নির্যাতন দমন আইনে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এ ঘটনার পর থেকে সমাজে নিন্দার ঝড় বইছে। তাসলিমার তিন সন্তান মায়ের শূন্যতায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
স্থানীয় এক প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন,
এটা শুধু একটা ব্যক্তিগত ভুল নয়, পুরো সমাজের জন্য একটা লজ্জাজনক ঘটনা। এমন কাণ্ড আগে কোনোদিন দেখি নাই।”
ঘটনা তদন্ত ও আইনি পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।


No comments