কোটচাঁপুরে জাতীয় সমাবেশ উপলক্ষে জামায়াতে ইসলামীর মিছিল
মোঃ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার -
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ে ১৯ জুলাই শনিবার দুপুর ২টায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেইন বাজার পায়রা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের পোস্ট অফিস মোড়, মেইন স্ট্যান্ড, বলুহর স্ট্যান্ড, হাসপাতাল রোড, ব্রীজঘাট মোড়সহ বিভিন্ন সড়ক প্রতিক্ষণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় মিছিল ও সমাবেশ স্থলে বিভিন্ন স্লোগানে স্লোগানের মুখরিত করে দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (মহেশপুর - কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম প্রমুখসহ বিভিন্ন শাখার দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments