ঝিনাইদহের কালীগঞ্জের চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক মরহুম মাওলানা আজিজুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 



এস এম টিপু, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত ইসলাম ধর্মীয়  শিক্ষক মাওলানা আজিজুর রহমানের   স্মরণে শোক সভা ও দোয়া আজ বুধবার সকালে অত্র স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: মাহমুদ রেজোয়ান টিটন সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জনাব মো: সোলায়মান হোসেন, বর্তমান প্রধান শিক্ষক জনাব মো: আবু আলম, কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান  সহকারী প্রধান শিক্ষক জনাব মো: হারুন অর-রশিদ, চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা বিভা রানী সাহা, সহকারী শিক্ষক, জনাব মো: আব্দুল ওহাব, অহিদুর রহমান, জনাব মো: আজিজুর রহমান, জনাব মো: বিশারত আলী, জনাব বিপুল বিশ্বাস, জনাব মো: ওয়ালিয়ার রহমান ও  জনাব এস এম টিপু। উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাষ্ট ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এসসিএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোস্তাফিজুর রহমান, বুড়িডাঙ্গা মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মহাসীন আলী এছাড়াও আরও উপস্থিত ছিলেন  অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মো: বসির উদ্দীন, জনাব শ্যামল বিশ্বাস, জনাবা পম্পা ভৌমিক, জনাব মো: সুমন আলী, জনাব মো: সেকেন্দার আলী, জনাব মো: আব্দুস সালাম, চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মো: আনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রয়াত শিক্ষকের পরিবার বর্গ সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

  সভা শেষে কালীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে পরিবারের মধ্যে চেক হস্তান্তর করা হয়  এবং প্রয়াত শিক্ষকের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জনাব মো: সোলাইমান হোসেন।

No comments

Powered by Blogger.