কালীগঞ্জ মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 


রবিউল ইসলাম  স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে নতুন কমিটির অন্তভূক্ত সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। সভাতে মাদক প্রতিরোধ, ইফটিজিং ও বাল্য বিয়ে বন্ধ, যানজট নিরসন ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনা সহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়।  

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমের সভাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, নবাগত কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান. গনমাধ্যমকর্মী সমকাল প্রতিনিধি জামির হোসেন, বাংলাদেশ বেতারের আহসান কবির, দিনকালের হুমায়ুন কবির, কালের কন্ঠের নয়ন খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুসাইন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ, নজরুল ইসলাম রিতু, সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার প্রমুখ। সভাতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসকগন তাদের ইউনিয়নের আইনশৃংখলার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। 




No comments

Powered by Blogger.