সাধারণ মানুষের শরীরের আমিষের ঘাটতি মেটাতে উন্মুক্ত জলাশয়ে চাপালী যুব সংঘের মাছের পোনা অবমুক্ত
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ কালীগঞ্জে চাপালী যুব সংঘের আয়োজনে সপ্তাহব্যাপী গাছের চারা বিতরন ও উন্নুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া কর্মসূচি শুরুহয়েছে। শনিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলাম।
সকাল ১০ টায় চাপালী যুব সংঘের সামনে ফুটবল মাঠের পাশে একটি কাঠবাদাম গাছের চারা রোপন করেন দেদারুল ইসলাম। এরপর তিনি চিত্রা নদীর ঢাকা-খুলনা মহাসড়ক এর নতুন ব্রিজ নামক স্থানে প্রায় ৩০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান , সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি নজরুল ইসলাম , শহিদুল ইসলাম , আব্দুল হামিদ , চাপালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার পুটু, সহ-সভাপতি এস,এম সামছুল আলম , যুব সংঘের কর্মকর্তা আরিফুর রহমান , আক্তার হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম , জাবেদ আলী , জালাল আহমেদ, ইফতেখার উল ইসলাম , ইনজামামুল হক প্রমুখ।
এরপর দুটি গাড়িতে করে ৫ মন রেনু পোনা মাছ নিয়ে ক্লাবের সদস্যরা বেরিয়ে পড়েন। তারা ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে থাকা উন্মুক্ত বিলে মাছেন পোনা ছাড়তে বেরিয়ে যান। যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, তারা মুন্দিয়া, রঘুনাথপুর, বাদুরগাছা, মঙ্গলপোতা , চাপরাইল, রায়গ্রাম এলাকার মাঠের বিলগুলোতে মাছের পোনা অবমুক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলাম জানান, ব্যক্তি পর্যায়ে উন্মুক্ত জলাশয়ে সাধারনত মাছ ছাড়তে দেখা যায় না। আমরা দেখি সরকারি ভাবে বিভিন্ন সময় উন্মুক্ত জলাশয়ে মাছ ছাড়া হয়, যা বড় হবার আগেই এক শ্রেণির মানুষ ধরে বিক্র করে দেয়। এ ক্ষেত্রে চাপালী যুব সংঘ সম্পুর্ণ ব্যতিক্রম। তিনি বলেন, এই সংগঠনটির কার্যক্রম বরাবরই ভিন্ন, তারা সমাজ তথা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যা অন্যদের জন্য অনুকরণীয়। তিনি আরো বলেন, এই মাছ বড় হলে অনেক ওজন হবে। যা তখন ধরে খেলে সাধারণ মানুষের জীবনের প্রয়োজনীয় আমিষের ঘাটতি অনেকটা পুরন হবে।
উপজেলার মঙ্গলপোতা এলাকায় মাজাহারুল ইসলাম জানান, চাপালী যুব সংঘের কার্যক্রম সম্পর্কে তারা অনেকটা অবগত। ইতিপূর্বে তাদের এলাকায় ওই যুব সংঘের সদস্যরা একাধিক বার গাছের চারা দিয়েছিলেন। তাছাড়া ওই যুব সংঘের সদস্যদের আয়োজনে খেলাধুলা দেখতে তাদের গ্রামে গেছেন। যার পরিবেশ ও শৃংখলা আমাদের মুগ্ধ করেছে।
সংগঠনের সভাপতি আজাদ রহমান জানান, তাদের এই কর্যক্রম অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে উপজেলার বিভিন্ন খাল-বিলে সাড়ে ৫ মন রেনু পোনা ছাড়া হবে। এছাড়া ৫ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। সমাজ পরিবর্তনে আগামীতে আরো বেশি বেশি কাজ করে যাবে।

No comments