ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরিচিতি সভা

 

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে শহরের পার্কপাড়াস্থ সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পরিচিতি সভার আয়োজন করা হয়।
আমাসুফ জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা, ফরিদুল ইসলাম কুদ্দস, সামসুল আলম, সাঈদ হাসান, সাইফুল হক সিরাজী, রুহুল কুদ্দুস, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহমান সালাফী এবং ব্যারিস্টার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাসুম জামান।
সভায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শুরু থেকেই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আসছে। আগামীতেও সংগঠনটি আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.