মেয়েদের কাবাডিতে আবারো উপজেলা চ্যাম্পিয়ন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : ৫২ তম গৃষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর মেয়েদের কাবাডি প্রতিযোগিতায় আবারো উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। মঙ্গলবার উপজেলার সরকারি বালক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় একই উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১৮-১২ পয়েন্টে পরাজিত করে জালালপুর উপজেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জণ করেন। এ নিয়ে তারা তৃতীয় বারের মতো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হলো। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসাঃ আক্তার জাহান জানান, তারা প্রতিবার উপজেলায় চ্যাম্পিয়ান হন কিন্তু জেলায় যাবার পর নানা ভাবে তাদের মেয়েদের পরাজিত হতে হয়। এবার তারা জেলাতেও জয়লাভ করবেন বলে আশা করছেন। কোটচাঁদপুর উপজেলার মোট চারটি দলের এই প্রতিযোগিতায় চুড়ান্ড পর্বে অংশ নেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয় ও কোটচাঁদপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। খেলায় জালালপুর দল ১৮ পয়েন্ট সংগ্রহ করেন, তাদের বিপরীতে বালিকা বিদ্যালয় দল ১২ পয়েন্ট পায়। এতে বিজয়ী হয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। খেলা পরিচালনা করেন শিক্ষক নাজিম উদ্দিন। খেলায় জালালপুর দলে অংশ গ্রহন করে আয়েশা খাতুন, তিথি খাতুন, রহিমা খাতুন, মাওয়া খাতুন, হোসনে আরা, শারমিন আক্তার, অন্বেষা দাস, খাদিজা খাতুন, বন্যা খাতুন, আইরিন আক্তার, জান্নাতুল তমা, তহমিনা তন্নি, হাবিবা খাতুন, রামিষা খাতুন, ইসরাত খাতুন, নুসরাত খঅতুন ও মারিয়া খাতুন। পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় দলে অংশ নেয় সুমনা ইসলাম, অন্তরা দাস, শামিমা খাতুন, জেসমিন খাতুন, নিশিতা ইয়াসমিন, সুমাইয়া আক্তার, রিমি আক্তার, সাথি খাতুন, সাদিয়া সুলতানা, জিনিয়া আক্তার, মারিয়া আক্তার ও তানজিলা আক্তার।
No comments