ঝিনাইদহে অবৈধ চায়না জাল ও বাঁধ উচ্ছেদ
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন খাল ও নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ২৫০টি অবৈধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং ১১টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া ও সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড়, বামন আইল ঝাফর বিলসহ বেশ কিছু স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার। এছাড়া পুলিশ ও আনসার সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ চায়না জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একইসঙ্গে অবৈধ বাঁধগুলো নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে পরিবেশের ক্ষতি করছে। এই অভিযান অবৈধ মাছ শিকার বন্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ জাল ও বাঁধ উচ্ছেদের এই অভিযান অব্যাহত থাকবে।

No comments