‎​ঝিনাইদহে অবৈধ চায়না জাল ও বাঁধ উচ্ছেদ


স্টাফ রিপোর্টার:

‎​ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন খাল ও নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ২৫০টি অবৈধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং ১১টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।
‎​সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া ও সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড়, বামন আইল ঝাফর বিলসহ বেশ কিছু স্থানে এই অভিযান চালানো হয়।
‎​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার। এছাড়া পুলিশ ও আনসার সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
‎​স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ চায়না জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একইসঙ্গে অবৈধ বাঁধগুলো নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে পরিবেশের ক্ষতি করছে। এই অভিযান অবৈধ মাছ শিকার বন্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ জাল ও বাঁধ উচ্ছেদের এই অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.