ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ দফা দাবি আদায় এর লক্ষ্যে জামাতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
স্টাফ রিপোর্টার:
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা ।
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোঃ আব্দুল হক।
সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ চার আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব সাবেক উপজেলা আমির ও কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান কালিগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক লুৎফর রহমান,যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম,সাবেক সফল ইউপি চেয়ারম্যান আহসান হাবীব, শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার জোর দাবি জানান তারা।
তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলেও জানান তারা
No comments