কালীগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জে থানা ও পৌর বিএনপির আয়োজনে হিন্দু সনাতন ধর্মালম্বীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৪ই সেপ্টেম্বর)  সকাল দশটার সময় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে কেন্দ্রীয় কালীবাড়ীর ভারপ্রাপ্ত সভাপতি দেবুপ্রসাদ মৈত্রীর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাৎসব উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা থেকে  ধানের শীষের মনোনীত প্রার্থী  সাইফুল ইসলাম ফিরোজ। 

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, পূজা উদযাপন কমিটির সভাপতি রবিন দত্ত, প্রশান্ত খাঁ, জগদীশ অধিকারী, শিবু পদ বিশ্বাস কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক  শহিদুল ইসলাম সাইদুল,ইলিয়াস রহমান মিঠু 
কালিগঞ্জ পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন,আনোয়ার হোসেন, জবেদ আলী,অহেদ লস্কর, মোহাম্মদ আলী জিন্নাহসহ কালিগঞ্জ উপজেলার সকল পূজা মন্ডপের  সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।   
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, 
এ দেশ একটি সম্প্রীতির দেশ,
 এদেশে হিন্দু-মুসলমান সহ সকল জাতি  ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। 
তাই আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে  বলেন,অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে কাজ করেছেন  
ঠিক সেভাবেই তিনি এবং তার দল তাদের পাশে থেকে কাজ করে যাবেন, শুধু তাই নয় তিনি আরো বলেন, একটা ছায়া কমিটি গঠন করে আপনাদের পূজা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন সে দিকে  কাজ করে যাবে সুতরাং আপনারা নিশ্চিন্তে আসন্ন দূর্গা উৎসব উদযাপনের কাজ করে যাবেন এমনটিই ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.