বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনোয়ারুল কুদ্দুস ।বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাপলা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে প্রভাষক রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
আমাদের প্রিয়নবী “হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও কার্য এবং ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা” বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।এই আলোচনার মধ্য দিয়ে নবী করিম (সা.)-এর জীবনের মূল দিকগুলো এবং তাঁর শিক্ষা থেকে মানবতার কল্যাণকর দিকগুলো শিশুদের সামনে তুলে ধরেন আনোয়ারুল কুদ্দুস । যে সকল শিশু নবী করিম (সা.) এর জীবনী আলোচনা করে তাদের পুরষ্কৃত করা হয়। এছাড়া দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

No comments